বিক্রমনগর বালক সংঘ এবং হরপার্বতী কমিটির যৌথ পরিচালনায় দেবাদিদেব মহেশ্বর-এর মহাশিবরাত্রি উৎসবের দ্বিতীয় দিনের সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমরেশ সুবোধ পড়িয়া ৷
অতিথিদের মধ্যে ছিলেন খেজুরী-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শংকর বাগ, প্রধান শিক্ষক ড. বিষ্ণুপদ জানা, শিক্ষক লায়ন সুশান্তকুমার ঘোড়ই, শিক্ষক অশোককুমার আদক, জগন্নাথবাবু, তারকবাবু, প্রশান্ত বাগ প্রমুখ অতিথি৷
অতিথিগণ খেজুরীর ইতিহাস, সাহিত্য সংস্কৃতি, লোকদেবদেবী ও হিন্দু ধর্মের মহাশিবচতুর্দশী দিনটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করেন এবং পুরস্কার প্রাপক সহ প্রতিযোগী সকলকে উৎসাহিত করেন৷
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জ্যোতির্ময় বারিক৷
Author: ekhansangbad
Post Views: ৮০