কৃষ্ণনগর স্পোর্টস ফ্যানস ক্লাবের পরিচালনা ২ দিন ব্যাপী ৮ দলীয় নক আউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইন্যাল খেলা হলো কৃষ্ণনগর হাইস্কুলের মাঠে।
প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ৮ টি দল হোল হলদিয়া ব্লু ষ্টার, বাজকুল আরতি ইলেভেন, ভগবানপুর সবুজ সাথী,সবাজপুর অগ্নিবীনা, জেকে ইলেভেন, কল্যানী,আশালতা গ্রাউন্ড,তেরপাক্ষীয়া।
ফাইনাল খেলায় অংশগ্রহণ কারি দুটি দল হলো তেরপাক্ষীয়া ও ভগবানপুর সবুজ সাথী।
সকালে টসে জিতে তেরপাক্ষীয়া ব্যাটিং করার সিন্ধান্ত নেয় নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান করে পরে ব্যাট করতে নেমে ভগবানপুর সবুজ সাথী ৫ উইকেট হারিয়ে ১৫১ রান করে ফলে তেরপাক্ষীয়া ১৭ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন শিরোপা লাভ করে।
চ্যাম্পিয়ন দলকে অশোক গিরি স্মৃতি ট্রফি সহ নগদ ৫০ হাজার টাকা এবং রানার্স দলকে রেনুকা ঘোড়াই স্মৃতি ট্রফি সহ নগদ ৩০ হাজার টাকা দেওয়া হয়। ফাইনালে ম্যান অফ দি ম্যাচ অজয় মজুমদার,সেরা ব্যাটসম্যান গৌতম কর্মকার,সেরা বোলার সুবোধ ভাটিয়া, সেরা খেলোয়াড় রাহুল মুখার্জি। সকলেই তেরপাক্ষীয়া দলের খেলোয়াড়। খেলায় আম্পায়ারিং করেন প্রসেনজিৎ দত্ত, পুস্পেন্দু মাইতি, অতিন্দ্র দাস,পুস্পেন্দু প্রধান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মনোরঞ্জন গড়াই। পুরস্কার গুলি তুলে দেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, প্রাক্তন দুই শিক্ষক সজল মাইতি,গৌতম মাইতি, রাজকুমার সামন্ত। সবাই কে ধন্যবাদ জানান ক্লাবের সম্পাদক বিপ্লব মাইতি।