Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিদেশী পাখি ও কুকুরের প্রদর্শনী

প্রদীপ কুমার সিংহ


পক্ষী প্রদর্শন হলো বারুইপুরে। বারুইপুর পুরসভার উদ্যোগে দুদিন ব্যাপী আরন্যক বনভোজন উদ্যানে নানান রকম বিদেশী পাখির প্রদর্শনী রবিবার শেষ হল। মানুষের ভিড় দেখা গেল।

শনিবার থেকে শুরু হয়েছিল এই প্রদর্শনী। বিরল ব্ল্যাক পাম কাকাতুয়া থেকে শুরু করে ব্লু গোল ম্যাকাও, কার্লি ম্যাকাও, সেভিয়ার ম্যাকাও, হ্যান্ডস ম্যাকাও এই রকম নানা প্রজাতির বিদেশী পাখি ও বেশ কিছু কুকুরের সম্ভার এই প্রদর্শনীতে ছিল।

পাখি প্রদর্শনীর এক উদ্যোক্তা বলেন, ২০-২২ রকমের প্রজাতির বিদেশী পাখি আনা হয়েছে প্রদর্শনীতে। এদিন, এই প্রদর্শনীতে আসেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম দাস সহ অন্য পুরপিতা-মাতারা।

বিমান বন্দ্যোপাধ্যায় বলেন এইরম পাখি ও কুকুর প্রদর্শনী হওয়াতে সাধারণ মানুষ বা বাচ্চারা খুবই আনন্দিত হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read