পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের পেটুয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সৌরভ মন্ডল। রাজ্যের প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা সমূহের ছাত্রছাত্রীদের নিয়ে গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি জলপাইগুড়ির বিশ্ববাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পায়।
সৌরভ ‘গ’ বিভাগে ফুটবল ছোড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আজ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সৌরভ মন্ডলের এই সাফল্যের জন্য তাকে সংবর্ধিত করা হয়। পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধনা জ্ঞাপন করেন পেটুয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তেহেরান হোসেন, পেটুয়া জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সনাতন জানা,শিক্ষক অপূর্ব শ্যামল, শিক্ষক অনুপ ভূঞা প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য অঞ্চল ক্রীড়া, চক্র ক্রীড়া ও জেলা ক্রীড়ায় সৌরভ প্রথম স্থান অধিকার করে রাজ্য ক্রীড়ায় অংশ গ্রহণের সুযোগ পায়। রাজ্য প্রতিযোগিতায় ২৩ জন প্রতিযোগীর মধ্যে সৌরভ অষ্টম স্থান অধিকার করে।
ভারপ্রাপ্ত শিক্ষক তেহেরান হোসেন বলেন,” সৌরভের সাফল্যে আমরা আনন্দিত, আমরা গর্বিত। আগামীদিনে ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”