জীবনের প্রথম বড় পরীক্ষার আগে মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালো তৃনমূল যুব কংগ্রেস।আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা।
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লক তৃনমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের পেন, জলের বোতল, ইত্যাদি দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হল।
জানা গেছে বিভীষণপুর হাইস্কুল ৩৮৫ জন, ভগবানপুর হাইস্কুল ৩৫২ জন ,মনোহরপুর বান্ধব হাইস্কুল ৩৯১ জন , মহম্মদপুর দেশপ্রান বিদ্যাপীঠ ৩০৯ জন এবং কাজলাগড় হাইস্কুলে ৫৩৩ জন ছাত্র ছাত্রী এবার পরীক্ষা দিচ্ছে।
বৃহস্পতিবার পরীক্ষা সেন্টারে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান প্রধান অরুপ সুন্দর পণ্ডা, ভগবানপুর ১ ব্লকের সভাপতি সৌরভ কান্তি বেরা,শুভ্র কান্তি বায়েন প্রমুখ ।
Author: ekhansangbad
Post Views: ৯০