পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইশোরায় সমবায় সমিতির নির্বাচনের আগে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এলো ।
আগামী ৫ মার্চ পাঁশকুড়ার মাইশোরা অঞ্চলের পাটনার সমবায় সমিতির নির্বাচন। তাঁর আগে দলের মধ্যেই গোষ্ঠী কোন্দলের জেরে শাসক দলের দুই গোষ্ঠী আলাদা আলাদা প্রার্থী দেয় সমবায় সমিতির নির্বাচনে।
স্থানীয় সুত্রে জানা গেছে মাইশোরা অঞ্চলের তৃণমূলের প্রধান এবং উপপ্রধানের ৯জন প্রার্থী পাঁশকুড়া ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে একই সমবায় সমিতিতে তৃণমূলের হয়ে লড়াই করছেন। পাশাপাশি বিজেপিও প্রার্থী দেয়, কিন্তু বামফ্রন্ট কোনো প্রার্থীই দেয়নি এই নির্বাচনে।.
মাইশোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সায়দা সাবানা বানু খাতুন ও উপপ্রধান স্বপন খাঁড়ার নেতৃত্বে ৯ জন প্রার্থী তৃণমূলের হয়ে লড়াই করবে, অপরদিকে তৃণমূলের টিকিটেই ব্লক সভাপতি সুজিত রায়ের নেতৃত্বে ৯ জন প্রার্থী সমবায় সমিতির নির্বাচনে লড়তে চলেছে। যা নিয়ে রাজনৈতিক তরজা একপ্রকার তুঙ্গে।
মাইশোরা অঞ্চলের উপপ্রধান স্বপন খাঁড়ার অভিযোগ ব্লক সভাপতি যে প্যানেলটি তৈরি করেছেন সেখানে বামফ্রন্টের চারজনকে সঙ্গে নিয়ে ব্লক সভাপতি সুজিত রায় তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করেন। শনিবার পাটনা বাজারে ব্লক সভাপতি সুজিত রায়ের নেতৃত্বে সমবায় সমিতির নির্বাচনের কর্মীসভা হয়।
সেই সভাতে উপস্থিত হতে দেখা যায় প্রধান এবং উপপ্রধানকে। ওই সভাতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা জেলা সভাপতি সৌমেন মহাপাত্র। তবে ওই সভা থেকে সৌমেন মহাপাত্র ব্লক সভাপতি সুজিত রায়ের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এবং তাদেরকেই ভোট দেওয়ার কথা জানান তিনি।
কিন্তু কোনো মীমাংসা না হওয়ায় উপপ্রধান স্বপন খাঁড়া তাঁদের প্রার্থী তুলতে নারাজ। তাঁরাও ময়দানে লড়বেন দলের অন্য গোষ্ঠী। অর্থাৎ তৃণমূলের দুই গোষ্ঠীর প্রার্থীদের লড়াই হবে টক্করে টক্করে।
সভা শেষে সৌমেন মহাপাত্র চলে যাওয়ার মুহূর্তেই তৃণমূলের প্রধান উপপ্রধান কে ঘিরে বিক্ষোভ দেখায় এবং গ্রাম প্রধান সাইদা শাবানা বানু খাতুনকে হেনস্থা করে ব্লক তৃণমূল সভাপতি সুজিত রায়ের গোষ্ঠী এমনটাই অভিযোগ করেন তিনি।
শাসক দলের কোন গোষ্ঠী পাটনা সমবায় সমিতি নিজেদের দখলে রাখবে তাঁরই লড়াই ৫মার্চ ।