প্রদীপ কুমার সিংহ :- পঞ্চদশ আর্থিক কমিশনের সহযোগিতায় মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর এলাকায় বিধায়ক তথা বিধান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অনেকগুলি রাস্তা, শিশুদের পার্ক ,হাইম্যাক্স লাইট ,দুর্গা মঞ্চের শিলান্যাস করেন।
নতুন রাস্তা,শিশু উদ্যান আইম্যাক্স লাইট ও দূর্গা মঞ্চ করতে খরচ হবে আনুমানিক ৪৫ লক্ষ টাকা।
অন্যদিকে মাদারাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাসপাড়া এলাকায় প্রায় এক কিলোমিটার মাটির কাঁচা রাস্তা পাকা রাস্তা করার জন্য শিলান্যাস করেন। এই নতুন রাস্তা করতে খরচ হবে ১০ লক্ষ টাকা।
অন্যদিকে বারুইপুর থানার অন্তর্গত হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের বৈকন্ঠপুর খাস মল্লিক এলাকায় একটি শিশু উদ্যান শিলান্যাস করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই পার্কের জন্য খরচ হবে আনুমানিক ১০ লক্ষ টাকা।
এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র,পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ