Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। উত্তর কলমদানে অষ্টপ্রহর অনুষ্ঠানের রজত জয়ন্তী বর্ষ ।।

খেজুরীর উত্তরকলমদান পশ্চিমপল্লী গ্রামবাসীবৃন্দের পরিচালনায় অষ্টপ্রহর নামযজ্ঞ অনুষ্ঠানের রজত জয়ন্তীবর্ষ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হলো৷


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব কমিটির সভাপতি নিতাইচরণ মন্ডল ৷ উপস্থিত ছিলেন প্রধান অতিথি কবি সমরেশ সুবোধ পড়িয়া, প্রধান শিক্ষক ও সাহিত্যিক ড. বিষ্ণুপদ জানা, প্রাক্তন শিক্ষক পঞ্চানন ওঝা, মণীন্দ্রনাথ সামন্ত, হারাধন সামন্ত, কানাইলাল সামন্ত, শত্রুঘ্ন মান্না, মনোজকুমার সামন্ত, গৌরহরি মন্ডল প্রমুখ ব্যক্তিবর্গ৷

আলোচকগণ উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী শ্রী কৃষ্ণচৈতন্য মহাপ্রভু, উচ্চনীচ জাতধর্ম নির্বিশেষে সর্বজনহিতায় তাঁর বৈষ্ণবধর্ম প্রচার ও ভারতবর্ষের আর্থ সামাজিক প্রেক্ষাপটে বৈষ্ণবধর্মের গুরুত্ব শীর্ষক বিষয়ে আলোচনা করেন৷

অনুষ্ঠানের সাফল্য কামনায় সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উৎসব কমিটির সভাপতি নিতাইচরণ মন্ডল ও কোষাধ্যক্ষ এবং অনুষ্ঠানের সঞ্চালক আনন্দমোহন মান্না ৷

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read