Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। হিরণের পর অশোক দীন্ডাকে নিয়ে মিথ্যাচার শাসকেরঃশমিত দাস ।।

নির্লজ্জ রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবাংলায় সি পি এম চালু করেছিল। আর তার উত্তরসুরি হিসেবে তৃণমূল সেটাকে একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। এরকম রাজনৈতিক নির্লজ্জতা সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও নেই বলে দাবি করলেন রাজ্য বিজেপির সহ সভাপতি শমিত দাস।


কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের গাড়িতে তৃণমূলী দুষ্কৃতীদের হামলার ঘটনার প্রসঙ্গে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের কুদিতে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এহেন মন্তব্য করেন রাজ্য বিজেপির সহ সভাপতি শমিত দাস।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ট ময়নার বিজেপি বিধায়ক তথা ক্রিকেটার অশোক দিন্ডাও কি এবারে তৃণমূলের পথে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে রাজ্য বিজেপির সহ সভাপতি শমিত দাস জানান, অশোক দিন্ডা একজন বিখ্যাত খেলোয়াড়। শুভেন্দু অধিকারীপন্থী বলে কিছু বিজেপিতে নেই, সেটা শুভেন্দুদাও চান না। এখানেই সবাই ভারতীয় জনতা পার্টির বিধায়করা আছে। গত দুদিন আগে আমরা একই সঙ্গে বৈঠকে ছিলাম। খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বিদেশে যাওয়ার আগের দিন গুজব উঠেছিল হীরণ এই করেছে, সেই করেছে। কিন্তু হীরণ এখন বিজেপিতে আছে, সব জায়গায় যাচ্ছে। অশোক দিন্ডা ভারতের বাইরে খেলতে যাচ্ছে সেই জন্য কিছুদিন ফাঁকা থাকবে। তাই অশোক দিন্ডাকে নিয়ে এরকম একটা ‘গিমিক’ তৈরী করছে। তৃণমূলের যে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, এটা তার স্পষ্ট প্রমান।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পন্ডিত, প্রাক্তন জেলা সভাপতি তপন মাইতি। বিজেপি হাওড়া জেলার পর্যবেক্ষক অরূপ দাস, জেলার সাধারণ সম্পাদক মমতা মাইতি, জেলা সম্পাদক তন্ময় হাজরা, পল্লব দাসমহাপাত্র প্রমূখ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read