প্রদীপ কুমার মাইতি :- নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রায় দুইবছর সপরিবারে নিরুদ্দেশ অতনু গুছাইত। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট স্কুলমাঠে তার প্রাসাদপম বন্ধ বাড়ির দরজায় কোলাঘাট থানার পুলিশ কোর্টের নির্দেশে নোটিশ ঝোলালো।
পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের কোলা গ্রামের বাসিন্দা অতনু গুচ্ছাইত সপরিবারে নিরুদ্দেশ। এক সময় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল অতনু গুচ্ছাইত এর নামে। কোলাঘাটের একাধিক চাকরিপ্রার্থী চাকরি পাওয়ার আশায় অতনু গুচ্ছাইতের হাতে লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন। যদিও চাকরি তো দূরের কথা টাকা ফেরত পাননি কেউই। দীর্ঘদিন ধরেই অতনু গুচ্ছাইত কোলাঘাটের নিজের বাড়ি থেকে বাড়িছাড়া রয়েছে সপরিবারে।
কোলাঘাট থানা সূত্রের খবর, এর আগে দুবার নোটিশ পাঠানো হলে কোন সাড়া মেলেনি অতনু গুছাইতে পক্ষ থেকে যার কারণে অতনু গুছাইতের নামে পোকলামেশন নোটিশ পড়ে তার বাড়ির সামনে। স্থানীয় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।