প্রদীপ কুমার সিংহ :- মাধ্যমিক পরীক্ষা চলছে আর এই মাধ্যমিক পরীক্ষা দেখতে হঠাৎ দক্ষিণ ২৪ পরগনা জেলা বারইপুর থানা অন্তর্গত বারুইপুর হাই স্কুলে এলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলী।
তিনি বুধবার পরীক্ষা শুরু হবার ঠিক ১৫ মিনিটে পর বারুইপুর হাইস্কুলে ঢোকেন এবং পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন তা দেখেন পরে সাংবাদিক বৈঠক করেন ।
তিনি বলেন আজ চারটি স্কুলে পরিদর্শন করেছি এ বছর সব জায়গার পরীক্ষার্থীরা ভালো পরীক্ষা দিচ্ছে কোন সমস্যা কোথাও হয়নি। সাংবাদিকরা প্রশ্ন করেন গত কয়েক বছর ধরে মাধ্যমিক পরীক্ষা যে টোকা টুকি ঘটনা ঘটেছিল তা এবছরের তার এখনও পর্যন্ত সেরকম ঘটনা ঘটেনি ।
এক প্রশ্নের উত্তরে তিনি বললেন সবাই সহযোগিতার মাধ্যমে এই ঘটনা আটকানো গেছে। সাংবাদিকরা আরো প্রশ্ন করেন এ বছরে প্রায় চার লক্ষের মতো পরীক্ষার্থী কম পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক তার প্রশ্নের উত্তরে তিনি বলেন এই প্রশ্নের উত্তর আগে দিয়েছি এখন যেহেতু পরীক্ষা চলছে, সেহেতু এই প্রশ্ন এখন আর উত্তর দিতে পারব না। বারুইপুর হাই স্কুল থেকে চলে যান বারুইপুর থানা অন্তর্গত রামনগর হাই স্কুলের সেখানে মাধ্যমিক পরীক্ষা চলছে সেখানে গিয়েও পরিদর্শন করেন।