কাজলা জনকল্যাণ সমিতির সহযোগিতায় দারিয়াপুর বিদ্যাসাগর উন্নয়ন কেন্দ্রের পরিচালনা ও ব্যবস্থাপনায় শনিবার উন্নয়ন কেন্দ্রে বার্ষিক মহিলা সম্মেলন ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি উপস্থিতি ছিলেন
রামচকগোপালচক গ্রামের সদস্যা মালতী মাইতি,বিদ্যাসাগর শিশু শিক্ষা নিকেতনের প্রাক্তন শিক্ষক ও গ্রাম সভাপতি অনুকূল সেনাপতি,দারিয়াপুর গ্রামের সদস্যার প্রতিনিধি ও বিশিষ্ট সমাজসেবি শশাঙ্ক দে
উপস্থিত ছিলেন কাজলা জনকল্যাণ সমিতির সুপাভাইজার মৌটুসী জানা কর্মী প্রদীপ মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী মিনতি মাইতি ,এছাড়া ও আশা কর্মী সুতপা বাগুলী। মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হয়।
এছাড়া ৬০ জন দুঃস্থ পরিবারের ছাত্রদের হাতে খাতা ও পেন দেওয়া হয়। প্রায় ১৭৫ জন ক্লাস্টার সদস্য উপস্থিত ছিলেন।
Author: ekhansangbad
Post Views: ৮৬