Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্যামসুন্দরপুর- পাটনা সমবায় সমিতিতে তৃনমূলের জয়জয়কার

রবিবার সম্পন্ন হলো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের শ্যামসুন্দরপুর- পাটনা সমবায় সমিতির নির্বাচন।

মোট ৯ টি সিটের মধ্যে তৃণমূলের ব্লক সভাপতি সুজিত রায় গোষ্ঠী ও মাইসোরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রধান ও উপপ্রধান স্বপন খাঁড়ার গোষ্ঠী উভয়ই ৯ টি আসনে প্রার্থী দেয়।সকাল ১০ টা থেকে ভোটপর্ব শুরু হয়।ভোট চলে ২ টো পর্যন্ত।পরে টানটান উত্তেজনার মধ্যে ভোটগননা চলে।

ফলাফল বের হলে দেখা যায় ৯ টি আসনের ৪ টি আসন পায় মাইসোরা অঞ্চল প্রধান ও উপপ্রধানের গোষ্ঠী । একটি আসন সমান সংখ্যক হয় ভোট পড়ে।সেই আসনে টসে প্রধান ও উপপ্রধানের গোষ্ঠী পরাজিত হয়ছে। ফলে ব্লক সভাপতি সুজিত রায় গোষ্ঠী পায় ৫টি আসন।এর জেরে পরিচালন কমিটি দখল নেয় সুজিত রায় গোষ্ঠী।

নির্বাচনের ফল ঘোষনার পরেও টানটান উত্তেজনা থাকে ভোট গননা কেন্দ্র এলাকা।উল্লেখ্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যেও সমবায় সমিতির পরিচালন কমিটি দখল করলেও বিজেপির প্রার্থীরা খাতা খুলতে পারেনি।৯টি আসনের মধ্যে ৬টিতে প্রার্থী দিয়েছিলো তারা ।সেই প্রার্থীদের সমর্থন করেছিলো বামেরা।তারপরেও একটাও আসনে খাতা খুলতে ব্যার্থ রামবাম জোট

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read