প্রদীপ কুমার সিংহ
সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা হল বারুইপুরে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা অন্তর্গত বারুইপুর ভাই ভাইয়ের সংঘের পরিচালনায় সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা হলো সংঘ ভবনে।
এবছর বসে আঁকো প্রতিযোগিতায় দশ বছরে পদার্পণ করলো। সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে ১৫০ থেকে ১৬০ জন প্রতিযোগি এই প্রতিযোগীতে অংশগ্রহণ করে। শুরু হয় সকাল সাড়ে দশটায় শেষ হয় ১২:০০ টায়।অংকন দেড় ঘণ্টা ধরে চলে।
এই প্রতিযোগিতা বয়স ভিত্তিক তিনটে বিভাগে ভাগ ছিল। ক বিভাগে সাত বছর বয়স পর্যন্ত ছিল যেমন খুশি তেমন আঁকো। খ বিভাগ সাত থেকে বারো বছর বয়স পর্যন্ত পৌষ মেলা। গ বিভাগ বারো থেকে পনেরো বছর বয়স পর্যন্ত সেভ ড্রাইভ সেভ লাইফ। এই প্রতিযোগিতার নাম দেওয়া হয় রং তুলি টানে। বাংলার বিভিন্ন জেলা থেকে যেমন উত্তর চব্বিশ পরগনা, কলকাতা দক্ষিণ ২৪ পরগনা প্রভৃতি জায়গা থেকে প্রতিযোগিতা আসে।
প্রতিযোগিতা যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় হবে তাদেরকে পুরস্কার পরে দেওয়া হবে।