Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দশদিন ব্যাপী হস্তশিল্প মেলার উদ্বোধন

এক্তারপুর ঐক্য সম্মিলনীর উদ্যোগে দশদিন ব্যাপী মাধাখালীতে হস্তশিল্প মেলার উদ্বোধন হলো৷ সভাপতিত্ব করেন সমরেশ সুবোধ পড়িয়া ৷

উদ্বোধক ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, প্রধান অতিথি প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু শেখর মাইতি, সাহিত্যিক গৌরচাঁদ পাত্র, অজিতকুমার জানা, বিমানকুমার নায়ক, অমলেশ মাইতি, অম্বিকেশ মান্না, কল্যাণকুমার জানা, ভূপাল কুমার মাইতি, অনিলকুমার সাহু, কৃষকরত্ন জলধর নায়ক, ভাষ্কর অখিলরঞ্জন মাইতি প্রমুখ৷

উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লী, নয়ডা, আগ্রা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আর্টিসানগণ তাঁদের উৎপাদিত হস্তশিল্পের নৈপুণ্য উপস্থাপিত করেছেন এই হস্তশিল্প মেলায়৷ কৃষি ও হস্তশিল্প ভারতবর্ষের অর্থনীতির বুনিয়াদ এবং হস্তশিল্পমেলার সাফল্য কামনা করে উপস্থিত গুণীজন বক্তব্য রাখেন৷

পরিচালক মন্ডলীর পক্ষে ওমপ্রকাশ মাইতি ও সচ্চিদানন্দ জানা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামাপদ রাণা৷

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read