মা মনসা দেবীর পুজা ও ১০ দিন ব্যাপি গ্রামীন মেলা উপলক্ষে কেশুরকুঁদা লাক্স লিলি ক্লাবের পরিচালনা রবিবার দ্বিতীয় দিনে দিবা- রাত্রি ৪ দলিয় ভলিবল প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।
দলগুলি উড়িয়্যা, এগরা, নামাল,বলাগেড়িয়া। এই খেলার উদ্ধোধন করেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত।
এছাড়া উপস্থিত ছিলেন রাইপুর পঞ্চায়ত সদস্য তপন পাহাড়ি, ক্ষেত্রমোহন বিদ্যাভবনের সহ শিক্ষক শান্তনু জানা, কেশুরকুঁদা গ্রাম সদস্য তাপস বর, কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য গোলকচন্দ্র বিশ্বাস, নমিতা গুচ্ছাইত, অনুকুল প্রধান ও অনান্য ব্যক্তিবর্গ।
ক্লাবের সভাপতি তাপস গুচ্ছাইত এবং সুজিত মাইতি সবাইকে অভিনন্দন জানান। উদ্ধোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সম্পাদক উৎপল ঘোড়াই।
Author: ekhansangbad
Post Views: ১০০