হুগলি নদীর পাড়ে ফুলেশ্বরের বিবির চড়ায় বোমা নিষ্ক্রিয় করলো সি আইডি ।
বিভিন্ন সময়ে উলুবেড়িয়া থানার বিভিন্ন জায়গা থেকে তাজা বোমা ও নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে। সেই গিলি আজ নিষ্ক্রিয় করল সিআইডি বোম ডিসপসেবল স্কোয়াড।
পুলিশ প্রশাসন সূত্রে খবর এদিন ১১ টি তাজা বোমা ও সাড়ে ১২ কেজি নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করা হয়েছে।
শুক্রবার দুপুরে ফুলেশ্বরের বিবির চড়ায় হুগলি নদীর পাড়ে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। সেদিন বোমাগুলি নিষ্ক্রিয় করার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার এসডিপিও সিদ্ধার্থ ধাপোলা, উলুবেড়িয়া থানার আইসি রামেশ্বর ওঝা।
Author: ekhansangbad
Post Views: ৮২