রাজ্যে প্রথম পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়ার কুমারচন্দ্র অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হল সিনার্জি ও বিসনেস ফেসিলিটেশন কনক্লেভ ।
। এদিন এই শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র বিভাগের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি, মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী , প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে,জেলা শাসক পূর্ণেন্দু মাজী, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক,পুলিশ সুপার অমরনাথ কে, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন )সৌভিক চট্টোপাধ্যায়, হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় কর, হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় প্রমূখ ।সম্মেলনে জেলার বিভিন্ন ব্লকের বিডিও রাও উপস্থিত ছিলেন।
জেলাশাসকের আয়োজনে এই ধরনের একটি কর্মশালাতে জেলার শিক্ষিত বেকার যুবকরা-যুবতীরা উপস্থিত হতে পেরে খুবই খুশি এবং আনন্দিত বলে তারা জানান।
সভায় নিজের ভাষনে শিল্পের জন্য জমি জটের জন্যে ভূমি ও ভূমি সংস্কার দফতরের এক শ্রেনীর অসাধু কর্মীদের দোষী করেছেন কারাগার মন্ত্রী অখিল গিরি।তিনি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাজ্যের শিল্প দফতর নতুন নতুন শিল্পস্থাপনে আগ্রহী ।তার জন্যে জমি সমস্যা কাটাতে ল্যান্ড ব্যাঙ্ক করেছেন।আর ভূমি সংস্কার দফতরের এক শ্রেণীর অসাধু কর্মচারীদের জন্যে বেশীর ভাগ পরিকল্পনা ভেস্তে যাচ্ছে।