Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। জলনিকাশী সমস্যা সমাধানে পাঁশকুড়া সেচ দপ্তরে স্মারকলিপি ।।

পাঁশকুড়া ও কোলাঘাট ব্লকের নিকাশী খালগুলি আগামী বর্ষার পূর্বে পরিষ্কার এবং সংস্কার সহ সাত দফা দাবিতে শনিবার কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সেচ দপ্তরের পাঁশকুড়া এক ও দুই সাব-ডিভিশনের এসডিও এর নিকট ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়।

প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও সভাপতি গোপাল সামন্ত,সুদর্শন খাটুয়া,গনেশ পাড়ই প্রমূখ।

দাবিগুলির মধ্যে অন্যতম হল- অবিলম্বে বরদাবাড়ে দেনান ও দেহাটি খাল সংযোগের মাধ্যমে দেনান-দেহাটি জলনিকাশী প্রকল্পের পূর্ণাঙ্গ রূপায়ণ,কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইপুকুরের জল দেনান খালে ফেলানো বন্ধ, নিকাশী খালগুলির ভেতরের দিকে বনসৃজনের গাছ লাগানো বন্ধ,জমে থাকা কচুরিপানা পরিস্কার সহ খালের মধ্যে ও বাঁধে অবৈধ কাঠামো নির্মাণে কঠোর পদক্ষেপ গ্রহণ,অকেজো স্লুইসগেট মেরামত,লকগেট তোলা -ফেলা নিয়ন্ত্রণে বৈদ্যুতিকরণের ব্যবস্থা প্রভৃতি।



নারায়নবাবুর অভিযোগ, দুই ব্লকের বিস্তীর্ণ এলাকার শতাধিক মৌজার জলনিকাশী সমস্যার স্থায়ী সমাধানে ১৯৭৫ সালে সেচ দপ্তর দেনান-দেহাটি জলনিকাশী প্রকল্প গ্রহণ করলেও ৪৭ বছর পর আজও তার পূর্নাঙ্গ রূপায়ন হয়নি। ফলস্বরূপ ফি বছর এলাকার কয়েক হাজার মানুষকে জলবন্দী পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে।


সেচ দপ্তরের পাঁশকুড়া-১ সাব ডিভিশনের এসডিও নাজেস আফরোজ ও ২ সাব ডিভিশনের এসডিও অভিনব মজুমদার স্মারকলিপি গ্রহণ করেন এবং দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read