Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। থানায় অভিযোগ জানাতে গেলে বিজেপি কর্মীদের আটক করা হচ্ছেঃ প্রিয়াঙ্কা ।।

সোমবার বিকেলে বিভিন্ন ইস্যুতে হাওড়ায় গোলাবাড়ি থানা অভিযানের ডাক দেয় উত্তর হাওড়া বিজেপি। সেই কর্মসূচীতে যোগ দিয়ে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল অভিযোগ করেন রাজ্য জুড়ে জঙ্গলরাজ চলছে।শাসক দলের অত্যাচারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলে উল্টে বিজেপি কর্মীদের বিরুদ্ধেই কেস দিয়ে তাদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করেন এই বিজেপি নেত্রী । সারা রাজ্য জুড়ে পুলিশ আসল দোষীদের আড়াল করছে বলেও দাবি করেন ।এর প্রতিবাদে সোমবার গোলাবাড়ি থানা ঘেরাও কর্মসূচি পালন করলো বিজেপি।


এদিন বিজেপি কর্মীরা প্রথমে মিছিল করে গোলাবাড়ি থানার সামনে আসেন। সেখানে বিক্ষোভ দেখান। গোলাবাড়ি থানার সামনে রাস্তা অবরোধ করে রাখেন। প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, গত দোলের দিন একটি ঘটনা ঘটে গেল। অথচ গোলাবাড়ি থানা আসল দোষীদের আড়াল করলো। ওই ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতারের দাবি করছি। প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। বিজেপি নেতৃত্বের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে এলাকার বিধায়ক ঘনিষ্ঠ লোকজন। গত দোলের দিন বিজেপি কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ গোলাবাড়ি থানা এলাকায় মদ জুয়ার ঠেক বসে। বারবার প্রশাসনকে জানিয়ে কোনও কাজ হয়নি। তাই এই কর্মসূচি

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read