Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। কাজলা জনকল্যাণ সমিতির মহিলা সম্মেলন ।।

কাজলা জনকল্যাণ সমিতির আয়োজনে সমিতির মাঠে মহিলা সম্মেলন অনুষ্ঠিত হলো। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভারম্ভ হয়।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি কলেজের অধ্যাপিকা ডঃ তিথি মাইতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ মাইতি বিধানসভা, কাজলা জনকল্যাণ সমিতির সভাপতি অসীম দাস, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ বেজ, সঞ্চয়িতা গুচ্ছা সমিতির নেত্রী শ্যামলী পাল, অপরাজিতা গুচ্ছ সমিতির নেত্রী পুতুল পাল প্রমূখ।

সম্মেলনে স্বাগত ভাষণ রাখেন কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা ।সম্মেলনে আলোচ্য বিষয় ছিল ১)প্রকৃতি ও দল ২) লিঙ্গ সমতা ও সমদর্শিতা।

সভায় অতিথিরা প্রকৃতি বাঁচাতে দলের ভূমিকা কি হবে সেই সকল ধারণা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী থেকে আগত প্রায় ৩০০ জন সদস্য /সদস্য র নিকট তুলে ধরেন। এরপর গুচ্ছ সমিতি ও স্বনির্ভর গোষ্ঠীর এই বিষয়ে আগামী পরিকল্পনা কি হবে তা আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে নির্ধারণ করা হয়।

উপস্থিত সকল সদস্য সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের সভানেত্রী পুতুল মাইতি ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read