সারা রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে পূর্ব মেদিনীপুর জেলাতেও মঙ্গলবার থেকে শুরু হল পরীক্ষাকে কেন্দ্র করে পড়ুয়া এবং অভিভাবক মহলে উৎসাহ তুঙ্গে।
এ বছর প্রথম দিন থেকেই অভিভাবকেরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পাশাপাশি গেটে ঢোকার সময় পরীক্ষার্থীদের জলের বোতল,পেন দেওয়া হয় জনপ্রতিনিধির তরফ থেকে। পাশাপাশি ভালোভাবে চেকিং করে তবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় পরীক্ষার্থীদের।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সেন্টারের মধ্যে দুটি স্কুলে হচ্ছে পরীক্ষা একটি তমলুক হ্যামিলটন হাই স্কুল এবং আরেকটি হলো ডরপুর তপশিলি হাই স্কুল। তমলুক হ্যামিল্টন হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে ৯টি স্কুলের ৬৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে এবং ডহরপুর তপশিলি হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে ৪টি স্কুল মিলে মোট ৫৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসবে।
Author: ekhansangbad
Post Views: ১০৩