Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। হেলমেটহীন বাইক চালকদের ফুলের মালা দিলো পুলিশ ।।

অভিনব কায়দায় হেলমেট বিহীন বাইক চালকদের সতর্ক করলো পূর্ব মেদিনীপুরের শিল্প শহর হলদিয়ার পুলিশ।সচেতনতা বাড়াতে আরোহীদের গলায় ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানালো পুলিশ ।এমন ঘটনার সাক্ষী থাকলো হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ের পথচারীরা । 

সেভ ড্রাইভ  সেফ লাইফ কর্মসূচির পক্ষ থেকে রাজ্য জুড়ে চলছে গাড়ি চালকদের সচেতন করা হল বুধবার। ট্রাফিক অফিসারের পক্ষ থেকে বিভিন্নভাবে  বাইক চালকদের সচেতনতা করতে  বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হচ্ছে। হেলমেট পরে বাইক চালানোর জন্য বারে বারে প্রচার চলছে। তার মধ্যেই বৃহপ্সপতিবার দুপুরে এক অভিনব কায়দায় হলদিয়ার মঞ্জুশ্রী  মোড়ে সচেতনতার প্রচার করলেন হলদিয়ার ট্রাফিক পুলিশ অফিসারগন। 


পথ চলতি মানুষ ও সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গী নিয়ে  সচেতনতার বার্তা দিল হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে। হেলমেট বিহীন বাইক আরোহীদের ধরপাকড় করে , তাদের গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হল। শুধু তাই নয় তাদেরকে একটি করে গোলাপ ফুল উপহার তুলে দিল। প্রথমটা লজ্জায় পড়লেও হাসিমুখে তা গ্রহণ করে ।এই দৃশ্য দেখে হতবাক বাইক আরহী থেকে পথ চলতি মানুষ। এর সাথে হলদিয়ার ট্রাফিক অফিসার বলেন, এইভাবে ওয়ার্নিং দেওয়া হলো, এর পরের বারে বড়সড় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখনই সাবধান হোন। এবং নিয়ম মেনে গাড়ি চালান। হলদিয়ার মোড়ে বাইক আরোহীদের ধরতে অভিনব উদ্যোগ নিলেন হলদিয়ার ট্রাফিক অফিসার সুরজিৎ চক্রবর্তী ,রানা ব্যানার্জি । হলদিয়ার এসবিপিও রাহুল পান্ডের নেতৃত্বে এমনই নয়া উদ্যোগ নেওয়া হয় বলে জানায়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read