দুর্ঘটনার কবলে পড়ে এক মেসিন ভ্যান চালকের হাত কাটা গেল।শরীর থেকে ছিন্ন হয়ে যাওয়া সেই হাত ও দুর্ঘটনাগ্রস্থ ব্যাক্তিকে নিয়ে হাসপাতালে ছুটলো পুলিশ।চাঞ্চল্যকর ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের।
বুধবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের বিষ্ণুবাড় অঞ্চল অফিসের সামনেই এক ছয় চাকা ট্রাকের সঙ্গে ইট বোঝায় মেশিন ভ্যানের মুখোমুখি ভয়াবহ ধাক্কা হয়। এর ফলে আশঙ্কাজনক অবস্থায় মেশিন ভ্যানের চালককে উদ্ধার করে স্থানীয়রা।
সেই স্ময়ে এলাকাবাসীর নজরে আসে এই ভয়াবহ পথ দুর্ঘটনার জেরে মেসিন রিক্সা চালকের এক পাশের হাত খুলে অন্যত্র চলে গেছে ।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।কাটা হাত সহ তমলুক থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে তমলুকের তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসেন।
Author: ekhansangbad
Post Views: ৮২