দুর্গা পুজো, কালিপুজোর পর এবার সিদ্ধিদাতা গনেশ পুজোতেও থিমের মন্ডপ। বৃহস্পতিবার চৈত্র মাসের প্রথম দিনে, পটাশপুর ২ নং ব্লকের রাউতাড়া গ্রামে এই পুজোর শুভ সূচনা হয়।
রাউতারা শ্রীগোপাল নব জাগরণ সংঘের উদ্যোগে পুজোর আয়োজন করা হয়েছে। এবছর তাদের পুজোর বয়স ১২। ১২ তম বর্ষে তাদের ভাবনা বাদ্যযন্ত্র। থিমের প্যান্ডেল তৈরি হয়েছে বাঁশ,কাঠ ও থার্মোকল দিয়ে। পুজো চলবে রবিবার পর্যন্ত।
চারদিন ব্যাপি এই পূজার সাথে আয়োজন রয়েছে নৃত্য প্রতিযোগিত, সঙ্গীত প্রতিযোগিতা, সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা, সঙ্গীত সন্ধ্যা সহ একাধিক সামাজিক কর্মসূচি। সব মিলিয়ে পুজোর বাজেট প্রায় ২ লক্ষ্য টাকা।
প্রত্যন্ত গ্রামের মধ্যে এমন থিমের মন্ডপ, চমকপ্রদ প্রতিমা ও আলোকসজ্জা পাশ্ববর্তী ১০ থেকে ১২ টি গ্রামের নজর কাড়বে বলে মনে করছেন ক্লাব কৃর্তপক্ষ।
Author: ekhansangbad
Post Views: ১১১