পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মুসলিম শরাহ কমিটির অন্তর্গত বড় দারুয়া জোনের সভাপতি (সর্দার) নির্বাচিত হলেন শিক্ষক সেক আতাউর রহমান ।
বড় দারুয়া হাল বস্তি কার্যালয়ে চার বস্তির মহল্লাদার সহ মুসলিম শরহ কমিটির নির্বাচনী আধিকারিক উমর ফারুকের উপস্থিতিতে নির্বাচন হয়।
বড় দারুয়া সাবেক বস্তির প্রাক্তন মহল্লাদার সেক ইয়াসিন সভাপতিত্বে কার্যকরী সভা শুরু হয়। এই সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে সেক আতাউর রহমান এবং সহ সভাপতি সেক মুক্তার আলি নামের প্রস্তাব সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী তিন বছরের জন্য বড় দারুয়া জোনের সভাপতি (সর্দার) পদে থাকবেন সেক আতাউর রহমান। নির্বাচিত সভাপতি( সর্দার) কে ধন্যবাদ জানিয়েছেন বড় দারুয়া জোনের মহল্লাদার সেক সাবির । সেক শামসুল রহিম, মুস্তাক আলি খান, প্রমুখ।
Author: ekhansangbad
Post Views: ১২২