এবার চিকিৎস্যকের কাছে নাম লেখাতে গিয়ে অন লাইনে প্রতারনার শিকার হল এক রোগী।দফায় দফায় খোয়া গেল প্রায় ২ লক্ষ টাকা ।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে।
পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের কুদির বাসিন্দা রাজকুমার রায়।জানা গেছে কয়েকদিন আগে এক চিকিৎস্যকের কাছে নাম লেখাতে ওয়েবসাইডে ক্লিক করে ছিলেন।শুক্রবার তাঁর কাছে একটি ফোন আসে ।
রাজকুমার বাবু জানিয়েছেন ফোন ধরলে উল্টো দিক থেকে জানানো হয় সেই চিকিৎস্যকের চেম্বার থেকে কল করা হয়েছে।মোবাইলে একটা লিংক পাঠানো হয়েছে।সেই লিংককে ক্লিক করলে ১০ টাকা কাটবে।তার পরেই বুকিং কনফার্ম হবে ।
প্রতারিত রোগী রাজকুমার রায় জানিয়েছেন ওনে হওয়া কথা মতো তিনি ১০ টাকা পাঠানোর কিছুক্ষন পরেই কিছু বুঝে ওঠার আগেই ধাপে ধাপে প্রায় ২ লক্ষ টাকা বেরিয়ে যায়।
রাজকুমার বাবু এই বিষয়ে এগরা থানায় গিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। এগরা থানার পুলিশ রাজকুমারকে সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানাতে বলেন। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে