Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। মুক্তি পাচ্ছে সৌভিক দে পরিচালিত ছবি ” বরফি ” ।।

ইন্দ্রজিৎ আইচ:- লেখক-পরিচালক সৌভিক দে’র সাসপেন্স থ্রিলার বাংলা ছবি ‘বরফি’ মুক্তি পাচ্ছে আগামী ৭ এপ্রিল ।

শনিবার নাগেরবাজারের ডায়মন্ড প্লাজা মলে সৌভিক দে পরিচালিত সাসপেন্স থ্রিলার বাংলা ছবি ‘বরফি’র ট্রেলার ও মিউজিক লঞ্চ হয়ে গেলো।


“৬০এর পরে” ও ‘বিজয় দশমী’ নির্মাণের পর বাংলা চলচ্চিত্রের তরুণ পরিচালক সৌভিক দে এবার নিয়ে আসছেন এক নিবিড় হত্যা রহস্য “বরফি” ।


এমএস ফিল্মস অ্যান্ড প্রোডাকশনের ব্যানারে তৈরি প্রযোজক মীনা শেঠি মণ্ডলের সাসপেন্স থ্রিলার ছবির ট্রেলার ও মিউজিক দারুণ সাড়া পাচ্ছে। ট্রেলারটি একটি রহস্যময় সংলাপ দিয়ে শুরু হয় “তিনি 14 বছর ধরে নিখোঁজ, কলেজের পড়াশোনা শেষ করার সাথে সাথে তিনি কোথায় নিখোঁজ, জানি না বরফি আমাদের সাথে যোগাযোগ করবে কি না?”


কলকাতায় একের পর এক রহস্যময় খুনের ঘটনা নিয়েই ছবির গল্প। পুলিশের সন্দেহ একজন সিরিয়াল কিলার এই সব করছে। পুলিশ কি সিরিয়াল কিলারকে ধরতে পারবে? এটাই এই ছবির থ্রিল।আজ ছবির ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন ছবির সকল কলা কুশলী।

এক সাংবাদিক সম্মেলনে
ছবিটির পরিচালক সৌভিক দে বলেন, এটি একটি রাজনৈতিক থ্রিলার। এটি একটি মেয়ে বরফি এবং তার ভাই সূর্যের জীবনের লড়াইকে চিত্রিত করেছে। ছবির নায়িকা একজন শিক্ষিকা, তার অতীতের গল্প রোমাঞ্চ সৃষ্টি করে।



ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। তিনি জানালেন, বরফি নাম যতটা মিষ্টি, তার চরিত্রটা ততটা সরল নয়। ছবিতে এমন অনেক মর্মান্তিক ঘটনা রয়েছে যা একটি মেয়ের জীবন বদলে দেয়। এই ঘটনাগুলো দর্শকদের ভাবতে বাধ্য করবে এবং সচেতন করবে।”।


অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায় জানালেন এই ছবিতে অনেক নতুন অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন। আশা করি দর্শকদের ছবিটা ভালো লাগবে।


প্রযোজক মীনা শেঠি মন্ডল বলেন যে এই ছবির গল্প যেমন উত্তেজনাপূর্ণ, এর কাস্ট তালিকাও সমান আকর্ষণীয়। চন্দ্রায়ী ঘোষ, কমলেশ্বর মুখোপাধ্যায় ছাড়াও ‘বরফি’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন, অমিত শেঠি, অরিত্র দত্ত বণিক , অনামিকা সাহা। আজ ছবির দুই সঙ্গীত শিল্পী উপস্থিত ছিলেন ও তারা গানও শোনালেন। তারা হলেন সোমলতা আচার্য্য এবং
ইশান মিত্র। এখন শুধু অপেক্ষা ছবি মুক্তির জন্যে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read