কেকা মিত্র:- গোবরডাঙ্গা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হল মছলন্দপুর ইমন মাইম সেন্টার এর নবতম মূকাভিনয় “লেটস্ থিঙ্ক”। ধীরাজ হাওলাদার এর ভাবনা ও নির্দেশনায় ২৫জন শিল্পী সমন্বয়ে বর্তমান যুগের বাস্তব কিছু ঘটনাকে বিষয়বস্তু করে আবর্তিত হয়েছে এই মূকাভিনয় প্রযোজনার ঘটনাপ্রবাহ।
অসৎ ও কূট রাজনৈতিক নেতাদের প্রভাবে যুব সমাজের অবক্ষয় এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়ার ঘটনা উঠে এসেছে এই প্রযোজনার প্রথমদিকে। শেষপর্যন্ত নিজের স্বার্থসিদ্ধি হবার পর সেই সমাজবিরোধীদের ছুড়ে ফেলে দেয় ওইসব নেতারা। প্রযোজনার শেষ অংশে যুবসমাজের এই নিদারুণ পরিণতি থেকে মুক্তির উপায় খোঁজ করার চেষ্টা করা হয়েছে এই মূক প্রযোজনায়।
ধীরাজ বাবুর নির্দেশনার সঙ্গে ধনপতি মন্ডলের আলো এবং জয়ন্ত সাহার আবহ যোগ্য সঙ্গত দিয়েছে। অভিনেতাদের মধ্যে বিষ্ণু রায়, সুখেন্দু বিশ্বাস, অনুপ মল্লিক, পূজা মন্ডল, ইন্দ্রজিৎ দত্ত বণিক, সায়ন প্রামাণিক, সৃজা হাওলাদার-রা নজর কাড়েন।
দর্শকরা প্রেক্ষাগৃহ পূর্ণ করে প্রযোজনাটির উপভোগ করার সঙ্গে সঙ্গে এমন একটি সমকালীন ও প্রয়োজনীয় বিষয় উপস্থাপনের জন্য ভুয়সী প্রশংসা করেন।