পূর্ব মেদিনীপুর জেলার বৃহত্তম কোলাঘাট ফুলবাজারে দক্ষিণ পূর্ব রেলওয়ের ডি.আর.ইউ.সি.সি.(ডিভিশনাল রেলওয়ে ইউজার কনসাল্টেটিভ কমিটি)’র সদস্য স্বপন পাখিরা পরিদর্শনে আসেন। সঙ্গে ছিলেন হাওড়া-জকপুর রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অরূপ রতন সাহা, কার্যকরী সভাপতি শিবনাথ আচার, সম্পাদক অজয় কুমার দোলই, সদস্য হেয়াতুল হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগণ।
কোলাঘাট ফুলবাজারের পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে তারা কোলাঘাট ফুলবাজার পরিচালন সমিতির নেতৃবৃন্দের সাথে একটি বৈঠকও করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক, সম্পাদক দিলীপ প্রামানিক, সভাপতি দেবব্রত কোলে প্রমূখ। নারায়নবাবু উপরোক্ত কমিটির সদস্যদের কোলাঘাট ফুলবাজারে মেঝে-শেড-পানীয় জল-শৌচাগার-পর্যাপ্ত আলো সহ বিভিন্ন বিষয় নিয়ে সমস্যার কথা বিস্তৃতভাবে তুলে ধরেন।
স্বপনবাবু আগামী ৬এপ্রিল ওই কমিটির সভায় উপরোক্ত সমস্যার কথা তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার আবেদন জানাবেন বলে সভায় আশ্বাস দেন।
প্রসঙ্গত উল্লেখ্য, জেলার এই বৃহত্তম ফুলবাজারটি দক্ষিণ-পূর্ব রেলের কোলাঘাট স্টেশনের ডাউন প্লাটফর্মের নিচের খাদের একাংশে মাত্র ১৪৬৯ বর্গ মিটার এলাকায় বসে। হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ৩ থেকে ৪ হাজার ফুলচাষী প্রতিদিন ভোর তিনটে থেকে সকাল ১০ টা পর্যন্ত বাজারে ফুল বিক্রির কারণে জড়ো হন।
অথচ বাজারে নেই মেঝে-শেড-পানীয় জল-শৌচাগার সহ কোনও রকম পরিষেবা। অথচ রেল দপ্তর প্রতিদিন প্রতি চাষির কাছ থেকে দশ টাকা করে ফেরিওয়ালা টিকিট বাবদ অর্থ আদায় করে।