Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। ভগবানপুরের বাসিন্দা সেনা জওয়ানের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য ।।

মণিপুরে কর্তব্যরত অবস্থায় মৃত পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের বাসিন্দা জওয়ানের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল ।শহীদ জওয়ান শুভঙ্কর দাসের অন্তিম যাত্রায় উপস্থিত ছিলেন ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, রাধাপুর অঞ্চলের প্রধান, উপ প্রধান, পঞ্চায়েত সদস্য সহ এলাকার সাধারণ ও বিশিষ্ট মানুষজন। চোখের জলে সকলে শেষ বিদায় জানায় ভারতমায়ের বীর সন্তানকে।


রবিবার বিকেলের বিমানে মণিপুর থেকে কলকাতার আসার পর রাত সাড়ে দশটা নাগাদ ভারতীয় জওয়ান শুভঙ্কর দাসের শবদেহ পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার বাহাদুরপুর গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে হাজার হাজার মানুষ রাস্তায় ভীড় করেছিলেন এই বীর সেনানীর শেষ যাত্রার সাক্ষী হতে। গান স্যালুট সহ সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়।


উল্লেখ্য, মণিপুরে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ভগবানপুর দুই ব্লকের বাহাদুর গ্রামের বাসিন্দা সেনা জওয়ান শুভঙ্কর দাস।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read