ইন্দ্রজিৎ আইচ :- বর্তমান সময় বেকার সমস্যা যেমন বাড়ছে তেমন চাকরির ও আকাল। কিন্তু ভালো লেখাপড়া জানলে ঠিক মতন ট্রেনিং নিলে
চাকরি পাওয়া কোনো ব্যাপার নয় আজকের দুনিয়ায়।
দা ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়ার সদস্য রা সেই কথাই শোনালেন নিউ টাউন এর ওয়েস্টিন হোটেলে এক সাংবাদিক সন্মেলনে।
সংস্থার প্রেসিডেন্ট মনিষ গুপ্ত জানালেন আমাদের সারা ভারতবর্ষে বহু সরকারি ও বেসরকারি কোম্পানি আছে যেখানে কোম্পানি সেক্রেটারি একটা পদ থাকে যাকে অনেক
কাজ করতে হয়। অনেক গুরু দায়িত্ব পালন করতে হয়। এই কাজের জন্য তাকে ট্রেনিং নিতে হয়। সেই কোর্স আগস্ট থেকে চালু হচ্ছে।
রেজিস্ট্রেশন সহ খরচ পড়বে মাত্র ১৫০০ টাকা। অন লাইন ও অফ লাইনে পড়ানো হবে। প্রতিটা সেমিস্টার এ আলাদা চার্জ আছে। বছরে চারবার পরীক্ষা নেওয়া হবে। ইংরেজি ও হিন্দি তে পড়ানো হবে। তিনি আরো জানালেন এই কোর্সে বয়স এর কোনো লিমিটেশন নেই।
যদিও চাকরির জন্যে ২০ থেকে ৬০ বয়সের মধ্যে
হলে ভালো হয়। এই ট্রেনিং বা কোর্স করতে ছাত্র ছাত্রী বাইরে রাজ্যে ৭০ শতাংশ আসে কমার্স থেকে, ২০ শতাংশ আসে সাইন্স থেকে ১০ শতাংশ আসে আর্টস থেকে। আমাদের সি এস মাস্টার ডিগ্রি করার পর পি এইচ ডি করা যাবে। এই কোর্স করে সারা ভারতে এক লক্ষ্য পাঁচ হাজার মানুষ কাজ করছে বিভিন্ন কোম্পানিতে। আমাদের এই সংস্থা বিদেশে কানাডা , ইউ এস এ সহ ৬ টা দেশে আছে।
দা ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়া আর কলকাতার দায়িত্বে থাকা রুপাঞ্জনা দে জানালেন কলকাতায় এই কোর্স চালু হলে বহু ছেলে মেয়েরা চাকরি পাবেন। আমাদের রাজারহাট নিউ টাউন এ এর শাখা খোলা হচ্ছে। এছাড়া হুগলী ও শিলিগুড়িতে আমাদের শাখা হয়েছে। জি ২০ এই দেশের সন্মেলনে জোর দেওয়া হয়েছে মহিলাদের স্ব নির্ভরতা নিয়ে।আমাদের এই সংস্থা ১৯৮০ সাল থেকে চলছে।
কলকাতায় প্রধান শাখা বেগ বাগান। আমাদের কাউন্সিল মেম্বার ১৫ জন।২০ হাজার মেম্বার আছে। সারা ভারতে ও বিদেশে মিলিয়ে ২ লক্ষ্য ৫০ হাজার স্টুডেন্ট। দুদিনের এই প্রথম জাতীয় মহিলা সম্মেলন করা হলো কলকাতায়। এর উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের শিল্প ও বানিজ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। তিনি তার ভাষণে এই উদ্যোগ কে স্বাগত জানান। মহিলারা এখন সব কাজ পারেন। তাদের এই সব
কাজে আরো বেশি করে এগিয়ে আসতে হবে বলে জানালেন।
সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন এই সংস্থার আশিষ মোহন, বি নারসিনান, সৌম্য সুজিত মিশ্র, সন্দীপ কেজরিওয়াল।