পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় মৎস্যজীবীদের সঙ্গে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৬ মার্চের এই অনুষ্ঠানকে ঘিরে স্বাভাবিক কারনে মৎস্যজীবি মহল ও বিজেপির নেতৃত্বদের মধ্যে উৎসাহ তুঙ্গে।
কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি অসীম মিশ্র বলেন আমরা অত্যন্ত গর্বিত। প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের একমাত্র সৈকত নগরীর দিঘায় মৎস্যজীবীদের সাথে সুবিধা অসুবিধা কথা শুনবেন। ভার্চুয়াল মাধ্যমে মৎস্যজীবীদের সঙ্গে মিলিত হবেন।
জানা গেছে, আগামী ২৬ মার্চ ( রবিবার) পূর্ব মেদিনীপুর জেলার পুরানো দিঘার মৎস্যজীবীদের সঙ্গে মন কি বাদ অনুষ্ঠানে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৎস্যজীবীদের একাধিক সমস্যা কথা শুনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই কর্মসূচি সকাল সাড়ে দশটার সময় ঠিক করা হয়েছে।