Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। থ্যালাসেমিয়া রুগিদের পাশে দাঁড়ালো শিক্ষকরা ।।

রাজ্যে জুড়ে বিভিন্ন প্রান্তে একদল শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, সরকারী কর্মচারিদের ডিএ বৃদ্ধি নিয়ে যখন আন্দোলন করছেন,ঠিক সেই সময়ে থ্যালাসেমিয়া রুগিদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো শিক্ষকরা।

রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রথমিক শিক্ষক সমিতি মহিষাদল পূর্ব চক্রের ডিক্ষক-শিক্ষিকারা থ্যালাসেমিয়া রুগিদের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে মহিষাদল গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করেন।

শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি হাবিবুর রহমান, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক সমুন সাঁতরা সহ অন্যান্যরা।

এদিন ১০০ জন শিক্ষক রক্তদান করেন। তাদের হাতে একটি করে চারাগাছ ও স্মারক উপহার হিসাবে তুলে দেওয়া হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read