Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। প্রকাশিত হলো শিল্পী চক্রবর্তীর ” খোলা মনে রং বেরঙে ” ।।

কেকা মিত্র :- পশ্চিমবঙ্গ সরকারের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়-এর হাত ধরে আজ আই সি সি আর এ উন্মোচিত হল লেখিকা শিল্পী চক্রবর্তী-র রচিত বই “খোলা মনে রঙ বেরঙে”।

বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের দুই যুগ্ম আয়োগ অনুপম হালদার ও পাঞ্চালী মুন্সী সহ অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দিরের অছিপরিষদ-এর কর্ণধার কুশল চৌধুরী, নৃপেণ বিশ্বাস, শান্তনু বিশ্বাস, অমর সেন, দিবাকর চক্রবর্তী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।বাচ্চাদের উপর মোবাইলের দুষ্প্রভাব এই পুস্তকের মূল আলোচ্য বিষয়।

অনুষ্ঠানে বিশেষ ভাবে অভিনন্দিত করা হয় সহস্রাংশু পাত্র-কে। করোনা অতিমারীর সময় লক ডাউন চলাকালীন ভার্চুয়াল মাধ্যমে পঠন পাঠন করতে করতে চোখের পাওয়ার বেড়ে যায় এই পড়ুয়ার। বর্তমানে মোবাইল থেকে সহস্র যোজন দূরে থাকতেই পছন্দ করে এই পড়ুয়া।সব মিলিয়ে জমে উঠে ছিলো এই ঘরোয়া বই প্রকাশ অনুষ্ঠান।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read