প্রদীপ কুমার সিংহ :- সোমবার সন্ধ্যার ঝড়ে শিয়ালদায় সাউথ সেকশনে লক্ষীকান্তপুর ডায়মনঢারবার লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয় । বারুইপুর স্টেশন এর স্টেশন মাস্টার সুত্রে খবর লক্ষীকান্তপুর ডাউন লাইনের ওভারেডে তারে গাছ পড়ার জন্য ট্রেন চলাচল বন্ধ । ধপধপি, দক্ষিণ বারাসাত, জয়নগর সহ বিভিন্ন স্টেশনের ডাউন লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকার দরুন এই ট্রেন বন্ধ আছে। এমনকি ডায়মন্ডহারবার লাইনে আপডেট ডাউন ট্রেন ধীরগতিতে চলছে। ট্রেন যাত্রীদের হঠাৎ এই ঝড় বৃষ্টি হওয়ায় এবং ট্রেন বন্ধ হওয়ায় রাতে বাড়ি ফেরার জন্য কপালে ভাঁজ পড়ে।
সামান্য ঝড়ে বিভিন্ন জায়গায় রাস্তার ইলেকট্রিকের তারের উপর গাছ পড়ার জন্য ইলেকট্রিকের লাইন বন্ধ হয়ে গেছে অনেক জায়গাতেই। বারুইপুর সহ বিভিন্ন জায়গায় প্রায় দু তিন ঘন্টা ঘন্টার উপর লোডশেডিং হয়ে আছে। যদিও বিদ্যুৎ দপ্তরে কর্মীরা তৎপরতার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। আপাতত বেশ কিছু জায়গায় লোডশেডিং হয়ে আছে । এই গরমের দাবদহে মানুষ যা হোক একটু শান্তি পেয়েছিল বৃষ্টির জন্য কিন্তু ঝড়ের অবস্থানে ইলেকট্রিক তারের উপর গাছ পড়ায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হয়ে আছে। তাতে করে মানুষের খুবই অসুবিধে পড়েছে।