খেজুরীর বিক্রমনগর রেললাইন সংলগ্ন বালক সংঘের পরিচালনায় ৫৪তম বর্ষের মা মনসাদেবী ও কালীমাতার পূজার্চনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়৷
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সম্পাদক সমরেশ সুবোধ পড়িয়া ৷ অতিথিগণ ছিলেন সাহিত্যিক ড. বিষ্ণুপদ জানা, খেজুরী-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শংকর বাগ , পঞ্চায়ত সদস্যা কাজলরাণী জানা, শিক্ষক অশোক কুমার আদক ও প্রশান্ত বাগ প্রমুখ গুণীজন৷
অতিথিগণ বালক সংঘের উদ্যোগে মা মনসা ও কালীমাতার মহিমা বর্ণনার সঙ্গে সুদীর্ঘ ৫৪ বছরের সংঘের নানান সামাজিক উন্নয়ন কর্মের কথা তুলে ধরেন৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জ্যোতির্ময় বারিক৷
Author: ekhansangbad
Post Views: ১৪৪