পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকার
অবৈধ বাজী কারখানায় বিস্ফোরন ও সেই কান্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় এখনো অবধি ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।আরও ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পর থেকেই বাজী কারখানার মালিক কৃষ্ণপদ বাগ ও তার স্ত্রী পলাতক। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় আত্মগোপন করেছে বাজী কারখানার মালিক।এদিকে জেলা পুলিশ সুত্রে জানা গেছে এগরা থানার আইসিকে শোকজ করা হয়েছে।
পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে মঙ্গলবার।বিস্ফোরনে মৃত্যু হয়েছে ৯ জনের। জখম আরও ৪। তাঁদের মধ্যে দুজন কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।
কারখানায় বারুদ মজুত করত দেবসুন্দর জানা ও তপন দেবনাথ।মঙ্গলবার রাত থেকে চিরুণি তল্লাশি চালিয়ে এদের গ্রেফতার করে পুলিশ।এদের উপরে পুলিশের উপরে হামলা চালানোরও অভিযোগ আছে।এছাড়াও ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করেছে পুলিশ।