Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। এগরার বাজী কারখানার মালিক গ্রেফতার কটকে ।।

বাইকে চেপে প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলনা,এগরার দুর্ঘটনাগ্রস্থ বাজী কারখানার মালিককে গ্রেফতার করলো সিআইডি।দুর্ঘটনার পর মাত্র ৪৮ ঘন্টার মধ্যে কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগকে কটক থেকে গ্রেফতার করেছে রাজ্য গোয়েন্দা বিভাগের তদন্তকারী অফিসারেরা।উল্লেখ্য  মঙ্গলবার বিস্ফোরণণ্ডের কিছু ক্ষণ পরেই নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই ঘটনার তদন্তের ভার সিআইডিকে দেওয়ার কথা ঘোষনা করেছিলেন তিনি।সেই সাথে কারখানার মালিক ভানু বাগ উড়িষ্যা গিয়ে আত্মগোপন করতে পারে বলেও তিনি আশংকা প্রকাশ করেন ।দাবি করেছিলেন যেখানেই পালাক আমরা টেনে আনব। 

মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ এগরা ১ ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামের এগরার বেআইনি বাজী কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে।বাজী কারখানায় বিস্ফোরণের সময় সেখানে কর্মর শ্রমিকদেরমধ্যে প্রাণ হারান ৯ শ্রমিক। যাঁদের অধিকাংশই মহিলা। এছাড়াও ৪ জন গুরুত্বর আহত।তাদের মধ্যে ২ জন ভর্তি এসএসকেএম হাসপাতালে।

ভানু বাগ ছাড়াও তার ছেলে পৃথ্বীশ বাগ ও ভাইপোকে গ্রেফতার করা হয়েছে । সূত্রের খবর, ভানু কটকের এক হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশি নজরদারিতে রয়েছেন তিনি।বিস্ফোরণে তাঁর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে বলেও পুলিশ সুত্রে জানা গেছে ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read