Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। জিনিয়াস অফ বেঙ্গল অ্যাওয়ার্ড ।।

প্রতিবছরের মতন এবারও শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত হলো বাংলা শিল্পী, লেখক, সমাজকর্মী সমিতি ও ডা: ফনীভূষন সেনগুপ্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে লেজেন্ড অফ পানিহাটি ও জিনিয়াস অফ বেঙ্গল এর সন্মান প্রদান অনুষ্ঠান।

সমাজে লাইম লাইটে না আসা অথচ যারা প্রতিভাবান শিল্পী, লেখক, সম্পাদক, সমাজ কর্মী, অভিনেতা, আবৃত্তি শিল্পী আছেন তাদের সংবর্ধনা দেওয়া হয়। এই বছর ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ও লিটিল ম্যাগাজিন এর অন্যতম পথিকৃৎ
প্রয়াত সন্দীপ দত্তর স্বরনে এই সংবর্ধনা অনুষ্ঠানটি হল।

এই বিষয়ে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা কবি মিলন বসু ও আইনজীবী প্রদীপ বড়াল জানালেন দীর্ঘ কয়েক বছর ধরে তারা আমাদের সমাজের প্রতিভাবান মানুষদের মেমেন্ট , উত্তরীয়, মানপত্র, সার্টিফিকেট ও
একটি ব্যাচ দিয়ে সংবর্ধনা জানায়। এই বছর এই সন্মান পেলেন সাংবাদিক, সম্পাদক ও লেখক ইন্দ্রজিৎ আইচ, রবীন্দ্রসঙ্গীত শিল্পী কেকা আইচ, বিখ্যাত রন্ধন শিল্পী ও রন্ধন বিশারদ এবং লেখিকা কল্পনা মিত্র।

কেকা আইচ এর হয়ে এই সন্মান মঞ্চে অতিথিদের হাত থেকে এই সন্মান গ্রহণ করেন আশিষ মিত্র। অন্যান্যদের মধ্যে এই সন্মান পেলেন রমেশ রায়, গোপাল দেবনাথ, আইনজীবী ড: শেখ শাহনওয়াজ মোল্লা, তৃপ্তি ভট্টাচার্য্য, কৃষ্ণ বালা, ডাক্তার পথিক মন্ডল সহ সমাজের বহু গুণী মানুষ।



মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাঁটু বাবা, অশোক দাস, মিলন বসু, প্রদীপ বড়াল, গোপাল তালুকদার, সৈকত বসু সহ আরো অনেক ব্যাক্তিবর্গ। এই অনুষ্ঠানে কেউ গান করেন, কেউ আবৃত্তি করেন।সবমিলিয়ে জমে উঠেছিলো এই সন্মান প্রদান অনুষ্ঠান ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read