Select Language

[gtranslate]
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। এগরা বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বাজি কারখানার মালিক ভানু বাগের স্ত্রী ।।

এবার সিআইডির জালে ধরা পড়লো গীতা বাগ।এগরার সাহাড়া অঞ্চলের অভিশপ্ত বাজি কারখানার মালিক ভানু বাগের স্ত্রী গীতা। এগরা বিস্ফোরণ-কাণ্ডে মূল অভিযুক্ত মৃত ভানু বাগের স্ত্রী আত্মগোপন করেছিলেন পূর্ব মেদিনীপুরেই ৷ জেলার রামনগরে ভাইয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন গীতা বাগ ৷ মঙ্গলবার রাতে তাঁকে সেখান থেকে পুলিশের মদতে গ্রেফতার করেছে সিআইডি ৷
এগরার বাজি কারখানায় বিস্ফোরণে এখনো অবধি মৃত্যু হয়েছে ১২ জনের।এই বিস্ফোরণের ৮ দিনের মাথায় কারখানার মালিক ভানু বাগের স্ত্রী গীতা বাগকে গ্রেফতার করল সিআইডি।

গত ১৬ মে এগারার খাদিকুল গ্রামে বাজী কারখানায় বিস্ফোরনের ঘটনা ঘটেছিলো ।আর ১৯ মে কটকের একটি হাসপাতালে মৃত্যু হয় ভানু বাগের। বিস্ফোরণের পরই ওড়িশায় পালিয়ে যান ভানু। ভর্তি হন কটকের একটি হাসপাতালে। বিস্ফোরণের জেরে তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়। কটকের হাসপাতালে তাকে পৌঁছে দেন তার ছেলে এবং ভাইপো। বিস্ফোরণের সময় সেখানে উপস্থিত ছিলেন তিনি নিজে। মুখ, হাত, পা পুড়ে যায় তাঁর। বিস্ফোরণের রাতেই এলাকা ছেড়ে পালিয়ে যান তিনি।

ভানু বাগ মারা যাওয়ায় তদন্তে কিছুটা বাধা এলেও এখন ভানুর স্ত্রী ধরা পড়ার সিআইডির কাজ খানিকটা সহজ হবে বলেই মনে করা হচ্ছে।বুধবার ধৃত গীতা বাগকে কাঁথি মহকুমা আদালতে হাজির করবে সিআইডি

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read