পথ দুর্ঘটনা কমাতে মানুষকে সচেতন করতে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা থানা ট্রাফিক বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে সৈকত শহর দিঘায় পথ সচেতনতা শিবির আয়োজন করা হয়।
নতুন দিঘার যুবআবাস মোড় থেকে পুরানো দিঘার পর্যন্ত একটি সচেতনতা রেলি আয়োজন করেন পুলিশ কর্মীরা।
সেই সঙ্গে হেলমেট হীন চালকদের চকলেট খাইয়ে সচেতন করেন পুলিশ কর্মীরা। সঙ্গে যারা ট্রাফিক নিয়ম মেনে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছে তাদের গোলাপের শুভেচ্ছা জানায়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কন্টাই ট্রাফিক ওসি অভিজিৎ বসু, দিঘা থানার ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাজু সরকার প্রমুখ।
Author: ekhansangbad
Post Views: ৮০