রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার খাস তালুক তমলুকে আবার হার স্বীকার করতে হল বিজেপিকে। সমবায় সমিতির নির্বাচনে গোপন আসন সমঝোতা করেও শাসক দলকে আটকাতে পারলো না রামবাম জোট। ফের মিলননগর সমবায় সমিতির নির্বাচনে জয়ী হল শাসক দল তৃণমূলের প্রার্থীরা।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপূর ২ নং গ্রাম পঞ্চায়েতের মিলননগর সমবায় সমিতির পরিচালন কমিটির ১৭ টি আসন। এর মধ্যে ভোট গ্রহনের আগেই চারটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে ছিলো তৃনমূলের প্রার্থীরা।
এলাকার তৃনমূল নেতাদের দাবি বাকী ১৩টি আসনে তৃনমূলকে হারাতে গোপনে বিজেপি ও সিপিএমের নেতা কর্মীরা আসন সমঝোতা করে নির্বাচন লড়ে।
রবিবার এই সমিতির ১৩ টি আসনে ভোট গ্রহণ শুরু হয় সকাল দশটা থেকে।নির্বাচনকে ঘিরে সকাল থেকেই উত্তেজনা চরমে ছিলো । যদিও কোন অশান্তি হয়নি।
জানা গেছে তৃণমুল বাকী ১৩টি আসনে প্রার্থী দেয়, বিজেপি ১৩ আসনে এবং সিপিএম ১০ টি আসনে প্রার্থী দেয়।
বিকালে ভোট গননার পরে দেখা যায় ১৩টি আসনের শাসক দল তৃনমূল ৯টি,সিপিএমের ৩ জন প্রার্থী ও বিজেপির ১ জন প্রার্থী জয়ী হয়েছে।
গননার ফল প্রকাশের পরেই আনন্দে ফেটে পড়ে শাসক দলের সমর্থকেরা। সবুজ আবির খেলায় মেতে ওঠেন তারা।