নবজোয়ার কর্মসুচীর প্রথম দিনেই শিশির অধিকারী-দিব্যেন্দু অধিকারীদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।পূর্ব মেদিনীপুরের তৃণমূলের এই দুই সাংসদ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা ও ভাই। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তার পর থেকেই তাঁর বাবা শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা ছড়ায়।
উল্লেখ্য দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে দিল্লিতে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। এই দুই জনপ্রতিনিধি তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন। তৃনমূল এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছিলো।তাই দলীয় নির্দেশ সাংসদ পিতা পুত্র অমান্য করেছেন বলে অভিযোগ।
তবে এই প্রথম নয়, এর আগে গত বছর জুলাই মাসে উপরাষ্ট্রপতি নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল। ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশ শেষে কালীঘাটে সাংবাদিক বৈঠক করে সে কথা ঘোষণাও করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলের সেই নির্দেশ উপেক্ষা করে এনডিএ শিবিরের প্রার্থী জগদীপ ধনখড়কে ভোট দিতে দিল্লি গিয়েছিলেন সাংসদ পিতা-পুত্র।
পটাশপুরের সভা থেকে শিশির অধিকারীকে কটাক্ষ করে অভিষেক বলেন ২০২১ সালে ছেলে (শুভেন্দু) উপ মুখ্যমন্ত্রী হবে এই লোভে এগরায় অমিত শাহের সভায় হাজির হয়েছিলেন। বলেন মানুষ আপনাদের স্বপ্নে জল ঢেলে দিয়েছে। রেজাল্ট বেরালে দেখলেন মায়ের ভোগে চলে গেছেন,ভোকাট্টা। এদিন পটাশপুরেত মাটিতে দাঁড়িয়ে শিশির অধিকারীর রাজনৈতিক অবস্থানকে তাচ্ছিল্য করে অভিষেক বলেন শিশির বাবুকে অনুরোধ আপনি খালি সাংবাদিক বৈঠক করে বলে দিন আপনি তৃনমূলে আছেন নাকি বিজেপিতে।