নবজোয়ার প্রকল্পে জনসংযোগ যাত্রায় আজ মঙ্গলবার বিকেল থেকে ৪ দিনের সফরে পূর্ব মেদিনীপুরে পা রাখছেন অভিষেক ব্যানার্জী। তার আগেই সোমবার রাতে কাঁথি ১ব্লকের মহিষাগোট গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বাইক বাহিনী এনে ব্যাপক বোমাবাজি করার অভিযোগ উঠেছে। এই ঘটনার পেছনে বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের নেতৃত্বরা। যদিও ঘটনাটি তৃণমূলের দুই গোষ্ঠীর অন্তরদ্বন্দ্ব বলেই দাবী বিজেপি নেতৃত্বের। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত্রি ১০টা নাগাদ কাপাসদায় বেশ কয়েকটি মোটর বাইকে চড়ে একদল দুষ্কৃতী মহিষাগোটের তৃণমূলের পঞ্চায়েত প্রধান সোমা মিশ্রের বাড়ির সামনে বোমাবাজি করে। এই সময় পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী দুষ্কৃতীদের পেছনে তাড়া করলে তারা চলে যায়। তবে কিছু সময় বাদে আবারও ফিরে এসে বাড়ির একেবারে সামনে বোমা ছুঁড়তে থাকে। বোমার শব্দে গ্রামবাসীরা ছুটে রুখে দাঁড়ালে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালায়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
সোমা মিশ্র জানান, “পঞ্চায়েত অফিস থেকে ফিরে গ্রামের মানুষের সঙ্গে জনসংযোগ করছিলাম৷ রাতে বাড়ি ফিরে খেতে বসেছি ঠিক সেই সময় ৪ থেকে ৫টি বাইকে করে ১৫ জন দুষ্কৃতি বাড়ির সামনে বোমাবাজি করে। প্রথমে তাড়া খেয়ে ফিরে গেলেও কিছু সময় বাদে আবারও ফিরে এসে বোমা মারে। যাওয়ার সময় হুমকি দিয়ে যায় প্রাণে মেরে দেবে বলে। এদের মধ্যে বেশ কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছি। এরা বিধানসভা নির্বাচনে বিজেপির ফেটি বেঁধে ঘুরছিল এলাকায়। ওদের বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ গ্রহণ করব”।
বিজেপির কাঁথি সংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্রের দাবী, “মহিষাগোটে তৃণমূলের দুই গোষ্ঠীর ঝামেলা দীর্ঘদিনের। এখন কে কতটা শক্তিশালী তাই দেখাতেই চাইছে। কাপাসদাতে এক তৃণমূল নেতার বাড়িতে আর এক গোষ্ঠী বোমাবাজি করেছে বলেই শুনেছি। সেখানে বিজেপির নাম জড়ানোর চেষ্টা হচ্ছে” বলেই দাবী তাঁর।