Select Language

[gtranslate]
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। পঞ্চায়েতেই বিজেপিকে গঙ্গায় বিসর্জন দিতে হবে :অভিষেক ।।

নিজের ছেলের-পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এই বিজেপিকে গঙ্গায় বিসর্জন দিতে হবে।কারন এই বিজেপিকে উৎখাত করতে না পারলে আপনার পরিবারের – ছেলেদের ভবিষ্যৎ-ও গঙ্গায় বিসর্জন দিতে হবে।পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুরের দলীয় অধিবেশন থেকে দাবি করলেন তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত ২০১৫ সালের ৪ জানুয়ারি চণ্ডীপুর ফুটবল ময়দানে সভা করতে এসেছিলেন তৎকালীন যুব তৃণমূল সভাপতি অভিষেক। সেই মঞ্চে উঠে আচমকা অভিষেককে চড় মারেন দেবাশিস আচার্য নামে স্থানীয় এক যুবক। গোটা রাজ্যে তোলপাড় পড়ে যায়। তখন তমলুকের তৃণমূল সাংসদ ছিলেন শুভেন্দু অধিকারী। 

বুধবার সন্ধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায়
আক্রমন করেন বিজেপিকে।

অভিষেক কটাক্ষ করেছেন এরা মুখে বলে বেটি বাঁচাও বেটি পড়াও আর যে সোনার মেয়েরা (কুস্তিগির) দেশের সম্মান বাড়াতে বিশ্ব ক্রীড়া মঞ্চ থেকে সোনার মেডেল নিয়ে আসে,তাদের ঘাড় ধরে রাস্তায় টানতে টানতে নিয়ে যায়।প্রসঙ্গ টেনে বলেছেন ২০০৬ সালে সেপ্টেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএমের পুলিশ যেই যাবে চুলের মুটি ধরে টানতে টানতে নিয়েগিয়েছিলো।বিজেপির পুলিশের হাতে অপমানিত ক্রীড়াবিদ সেই মেয়েরা আজ নিজেদের সোনার মেডেল গঙ্গায় বিসর্জন দেওয়ার কথা বলছেন।

দলীয় কর্মী ও সাধারন মানুষের প্রতি অভিষেকের সাবধান বানী আপনি যদি এই সরকার,দল,বিজেপি পার্টিকে সমুলে উৎখাত না করেন তবে আগামীদিনে আপনার ছেলের ভবিষ্যৎকেও গঙ্গায় বিসর্জন দিতে হবে।পরিবারের ভবিষ্যৎও ভাসিয়ে দিতে হবে।তাই ভারতীয় জনতা পার্টিকে গঙ্গায় ভাসিয়ে দিন।বঙ্গোপসাগরের জলে তুলে ফেলুন।যাতে আর কখনও ফিরে আসতে না পারে।

একই সাথে বিজেপিকে হুশিয়ারি দিয়ে বলেন ৩৫ দিন রাস্তায় থেকে দেখেছি,মানুষের স্বত:স্ফুর্ততা বলেছে পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে অনুবিক্ষন যন্ত্র দিয়ে দেখতে হবে।আরে ৩৪ বছরের বাম শাসনকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় উপড়ে ফেলতে পারে,তাহলে এই বিজেপি কে !তাই আগামী পঞ্চায়েত,লোকসভা,বিধানসভার ভোটে বিজেপিকে একটুও রাজনৈতিক জমি না ছাড়ার পরামর্শ দিয়েছেন অভিষেক।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read