Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে নন্দীগ্রাম ছাড়ার করার হুশিয়ারি অভিষেকের ।।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তার নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম থেকেই এলাকা ছাড়া করার হুশিয়ারি দিলেন তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।



বৃহস্পতিবার চণ্ডীপুর থেকে ২০ কিলোমিটার রাস্তা হেঁটে নন্দীগ্রামে সভাস্থলে যখন অভিষেক পৌঁছান তখন রাত সাড়ে ১০টা। তারপর খোদ নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়েই স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

শুভেন্দুর নাম না নিয়ে কটাক্ষ করে বলেন মুখটা ফুলছে , চোখে ভয় , মুখে হতাশা। গদ্দাররা ভয় দেখালে , ঘিরে ফেলবেন । আমার দু’ঘণ্টা লাগবে আসতে। পঞ্চায়েতে, লোকসভায় গদ্দার হটাও নন্দীগ্রাম বাঁচাও। বুক চিতিয়ে লড়াইয়ের জন্য তৈরি থাকুন। আজ ছোট্ট একটা ট্রেলার দিলাম , তিন মাস পর সিনেমা দেখাব।

বৃহস্পতিবার রাতে নন্দীগ্রামে পৌঁছে সেখানে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন অভিষেক। তাঁদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন এবং একইসঙ্গে বিজেপি আগামী দিনে জিতলে কী পরিণতি হবে, তাও বোঝানোর চেষ্টা করেন।



নন্দীগ্রামের সভা থেকে অভিষেক বললেন,এই জমায়েত এই বার্তাই দিচ্ছে যে গদ্দারদের রাজত্ব শেষ হতে চলেছে। গদ্দারকে তাড়াব। কিন্তু দায়িত্ব আপনাদের নিতে হবে। আপনাদের গায়ে হাত দিলে আমি ছুটে আসব। গদ্দারদের বলব, ক্ষমতা আছে এই জনসমর্থন নিয়ে মিটিং করার? বলতো নন্দীগ্রাম নাকি অধিকারীদের মাটি । দেখুন নন্দীগ্রাম তৃণমূলের ঘাঁটি। মানুষের ঘাঁটি।

শুভেন্দুকে নিশানা করে অভিষেক বলেন,প্রতি মাসে বলে ভাইপো উঠবে। গ্রেফতার হবে। আরে আমার শরীরে বেইমানের রক্ত নেই। আমার গলা কাটলেও ‘জয় বাংলা’ স্লোগান বেরোবে। ক্ষমতা থাকলে আমায় গ্রেফতার করুক ইডি-সিবিআই।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read