নন্দীগ্রামের পর নন্দকুমার,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোতে উপচে পড়া ভীড়।পূর্ব মেদিনীপুরে নবজোয়ার কর্মসূচীর চতুর্থ দিন শুরু হচ্ছে নন্দকুমারে রোড শো এর মধ্য দিয়ে।আগের দিন চন্ডীপুর থেকে নন্দীগ্রামের মেগা পদযাত্রার রেশ অটুট থাকল নন্দকুমারের রোড শো-তেও।
নবজোয়ারের ৩৭তম দিনে এই রোড শো-এর সাক্ষী থাকতে রাস্তায় নেমেছিলেন নন্দকুমারের হাজার হাজার বাসিন্দারা । সংখ্যায় যে তাঁরা ঠিক কত ছিলেন, তা গুণে বলার সাধ্য কারোর নেই। বিপুল জনস্রোত সমস্বরে চিৎকার করে অভিবাদন জানালো তৃনমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
Author: ekhansangbad
Post Views: ১১৯