Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। লক্ষনের অভিযোগ,শুভেন্দুর হাত ধরে হলদিয়ার পতন শুরু ।।

২০১১ সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে তিলোত্তমা হলদিয়ার পতন শুরু হয়েছে।রাজ্যের শাসক দল তৃণমূলের সুরে সুর মিলিয়ে এবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খড়গহস্ত হয়ে উঠলেন তমলূকের প্রাক্তন সিপিএম সাংসদ তথা বর্তমানে প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি হলদিয়ার দোর্দণ্ডপ্রতাপ নেতা লক্ষ্ণণ শেঠ ।

কলকাতা প্রেস ক্লাবে শুক্রবার লক্ষ্ণণ বলেন, আমার হাত ধরে হলদিয়া পুরসভার পথ চলা শুরু। শুভেন্দু জেতার পরে, হলদিয়া উন্নয়ন পর্ষদের দায়িত্ব নেওয়ার পরে একফোঁটা উন্নয়ন করেননি। কারখানা বন্ধ করেছেন। হলদিয়া থেকে প্রচুর টাকা তুলেছেন।

লক্ষ্ণণ শেঠের বক্তব্য,আলো বন্ধ করে নন্দীগ্রামে ভোট গণনা হয়েছে। দরজা বন্ধ করে দশ-বিশ করা হয়েছে। দশকে বিশ করা হয়েছে। যে ভোটে শুভেন্দু জিতেছেন, তা বৈধ হয়নি। আমি শুনেছি।

তাঁর আরও আক্রমণ,তিনি (শুভেন্দু অধিকারী) প্রতিহিংসা পরায়ণ। মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমার জীবন অতিষ্ঠ করার চেষ্টা করছেন।

শুভেন্দু অবশ্য লক্ষ্ণণের অভিযোগ প্রসঙ্গে মুখ খুলতে চাননি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে বলা হয়েছে, লক্ষ্মণের রাজনৈতিক ‘বিশ্বাসযোগ্যতা বা প্রাসঙ্গিকতা’ কোনওটাই এখন নেই। 

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read