Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। হলদিয়া গুরুদোয়ারে তীব্র দাবাদহে জলছত্র ।।

গুরু অর্জুন দেব জির শহিদ দিবসে তার স্মৃতির উদ্দেশ্যে হলদিয়া দীঘাসীপুর গুরুদূয়ারের পরিচালনায় সারাদিন ধরে পথ চলতি মানুষজন ও পরিবহন কর্মীদের তীব্র দাবাদহের হাত থেকে একটু স্বস্তি দিতে ঠান্ডা সরবত ও ছোলা সিদ্ধ তুলে দেওয়া হয়।


কর্মসূচীতে উপস্থিত ছিলেন হলদিয়া দীঘাসীপুর গুরুদোয়ারের সভাপতি তথা তমলুক সাংগঠনিক জেলা তৃনমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক হরবিন্দর সিং, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার পাশা,তমলুক সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেস কমিটির অণ্যতম সদস্য অর্নব দেবনাথ প্রমুখ।


জলছত্রের পাশাপাশি গুরু অর্জুন দেব জির শহীদ দিবস উপলক্ষে বিশেষ ভাবে গুরুদোয়ারে পূজা পাঠ,কৃত্তণ,ভোজন,এবং দুপুরে উপস্থিত সকলকে খাওয়ার ব্যাবস্থা করা হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read